Print

সারাদিন

হানি সিংয়ের জীবন নিয়ে আসছে তথ্যচিত্র, ষোষণা নেটফ্লিক্সের

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪

সারাদিন ডেস্ক

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ঘোষণা করেছে তাদের পরবর্তী তথ্যচিত্রের নাম, যা সংগীত জগতের এক কিংবদন্তিকে নিয়ে নির্মিত। নাম ‘ইয়ো ইয়ো হানি সিং: ফেমাস’। ভারতের সংগীত জগতের চেহারা বদলে দেওয়া এই র‌্যাপার ও গায়কের জীবন কাহিনি তুলে ধরা হবে এতে।

অস্কারজয়ী প্রযোজনা সংস্থা শিক্ষা এন্টারটেনমেন্ট তথ্যচিত্রটি প্রযোজনা করছে, আর পরিচালনা করছেন মোজেজ সিং। হানি সিংয়ের পেশাগত জীবনের উত্থান, নানা চ্যালেঞ্জ এবং কামব্যাকের গল্প এতে উঠে আসবে।

নেটফ্লিক্স তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্টার প্রকাশ করে জানিয়েছে, তথ্যচিত্রটি মুক্তি পাবে ২০ ডিসেম্বর। পোস্টারে দেখা যায়, মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছেন হানি সিং। ক্যাপশনে লেখা, “যে নাম আপনাদের চেনা, কিন্তু গল্প অজানা। সেই কিংবদন্তির উত্থানের গল্প জানুন যিনি ভারতীয় সংগীতের চেহারা বদলে দিয়েছিলেন।”

তথ্যচিত্রটির ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, “অবশেষে আসছে!” আরেকজন লিখেছেন, “এই প্রথম নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেবো শুধুমাত্র হানি সিংয়ের জন্য।”

তথ্যচিত্রটি শুধু হানি সিংয়ের ভক্তদের জন্য নয়, সংগীতপ্রেমীদের কাছেও একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Nagad
Nagad