প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪
জ্যেষ্ঠ প্রতিবেদক:
অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বাংলাদেশে আর থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমানে বাংলাদেশে কতজন অবৈধ বিদেশি রয়েছেন, তার সঠিক তথ্য নেই। তবে একটি তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা পাওয়ার পর তাদের অবস্থান ও কার্যক্রমের বৈধতা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, “কোনো অবৈধ বিদেশিকে বাংলাদেশে অবস্থান করতে দেওয়া হবে না। এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়।”
সীমান্ত নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
থার্টি ফার্স্ট নাইট উদযাপন প্রসঙ্গে তিনি জানান, এই রাতে আতশবাজি পোড়ানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি, প্রকাশ্যে মদ্যপানের মতো কাজও বরদাশত করা হবে না।
এর আগে, অবৈধ বিদেশি নাগরিকদের সতর্ক করতে সরকারের পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যারা অবৈধভাবে অবস্থান করছেন, তারা যেন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বৈধতা অর্জন করেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।