Print

সারাদিন

বিদ্রোহীদের আক্রমণের মুখে আসাদের পালানো: যা বললো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪

সারাদিন ডেস্ক

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) আক্রমণের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। বিদ্রোহীদের সঙ্গে সমঝোতায় গেছেন তার নিয়োগকৃত প্রধানমন্ত্রীও। রোববার (৮ ডিসেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়েছেন।

এই ঘটনার পর হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন এবং তার প্রশাসন সিরিয়ার এই নজিরবিহীন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে।

এদিকে, সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি বলেছেন, জনগণের নির্বাচিত নেতৃত্বকে সমর্থন দিতে তিনি প্রস্তুত। এছাড়া বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের প্রধান জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের আগে সরকারি প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর অধীনে থাকবে।

বাশার আল-আসাদ দীর্ঘ ২৩ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় ছিলেন। তার আগে তার বাবা হাফেজ আল-আসাদ প্রায় তিন দশক দেশ শাসন করেন। ২০১১ সালে বাশার বিরোধী আন্দোলন শুরু হলে দেশটিতে গৃহযুদ্ধের সূত্রপাত ঘটে। যদিও রাশিয়ার সহযোগিতায় তিনি বিদ্রোহীদের দমন করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়ার ব্যস্ততা ও হিজবুল্লাহর দুর্বলতার সুযোগে বিদ্রোহীরা আবার সক্রিয় হয়।

রোববার বিদ্রোহীরা দামেস্ক দখলের ঘোষণা দিয়েছে, যা কার্যত সিরিয়ায় ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে।

Nagad
Nagad