Print

সারাদিন

এআইইউবি ক্যাম্পাস পরিদর্শন করলেন জাপানি রাষ্ট্রদূত

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক:

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনরি রবিবার (৮ ডিসেম্বর) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাস পরিদর্শন করেন। তাঁর সফরসঙ্গী ছিলেন জাপান দূতাবাসের পাবলিক রিলেশন্স অ্যান্ড কালচার সেকশনের সেকেন্ড সেক্রেটারি ও ডেপুটি হেড, মি. ইয়ামামোটো কিয়োহেই।

এআইইউবি-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিস নাদিয়া আনোয়ার রাষ্ট্রদূত ও তাঁর সফরসঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে মি. কিমিনরি এআইইউবি কর্তৃক দুটি সফল জাপানি ভাষা দক্ষতা পরীক্ষার আয়োজনের প্রশংসা করেন। এছাড়া, জাপানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে উচ্চশিক্ষা, শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, গবেষণা, শিক্ষা মেলা এবং সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ নিয়ে আলোচনা হয়। আইটি খাতে এআইইউবি স্নাতকদের দক্ষতা বৃদ্ধি এবং জাপানি কোম্পানিগুলোতে কর্মসংস্থানের সম্ভাবনা নিয়েও বিশেষ আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এআইইউবি-এর প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ খান, ডেপুটি ডিরেক্টর (প্রশাসন) মেজর (অব.) ফয়েজ-উল-বারী রাজন, এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মিস নাদিয়া আনোয়ার রাষ্ট্রদূতের এই পরিদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ সহযোগিতায় গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই সফর এআইইউবি ও জাপানের মধ্যে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Nagad
Nagad