প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪
সারাদিন ডেস্ক
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকিং খাতে এক কোটি বা তার বেশি টাকার হিসাবধারীর সংখ্যা কমেছে। বাংলাদেশ ব্যাংকের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে অন্তত ২৬ হাজার কোটিপতি এক কোটি টাকার বেশি অর্থ উত্তোলন করেছেন, যার ফলে দেড় হাজারের বেশি অ্যাকাউন্টের ব্যালান্স কোটি টাকার নিচে নেমে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, ১৯৭৫ সালে এক কোটি টাকার বেশি ব্যালান্সধারী অ্যাকাউন্ট ছিল মাত্র ৪৭টি। ২০১৫ সালে এই সংখ্যা বেড়ে হয় ৫৭ হাজার ৫১৬, যা ২০২০ সালে কভিড-১৯ মহামারির শুরুতে দাঁড়ায় ৮২ হাজার ৬২৫টিতে। ২০২৩ সালের শেষ দিকে এই সংখ্যা বেড়ে ১ লাখ ১৭ হাজারে পৌঁছায়।
অর্থনীতিবিদরা মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে ক্ষুদ্র আমানতকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে অনেকেই তাদের আমানত দুর্বল ব্যাংক থেকে শক্তিশালী ব্যাংকে স্থানান্তর করেছেন। এতে শক্তিশালী ব্যাংকগুলোতে একীভূত তহবিলের পরিমাণ বৃদ্ধি পেলেও সামগ্রিকভাবে কোটিপতি হিসাবের সংখ্যা কমে গেছে।
তবে মহামারি পরবর্তী সময়ে ব্যাংকে কোটিপতি হিসাবের সংখ্যা দ্রুত বাড়লেও রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক উদ্বেগ এই বৃদ্ধির ধারাকে স্থিমিত করেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। খবর ইউএনবির