প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ৫৩৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালগুলোতে মোট ৯৭,৬০৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
মৃতদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা এবং একজন চট্টগ্রাম বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৫১৮ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৯৫,১৫১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।