প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪
নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীর বেগমগঞ্জে দূর সম্পর্কের দেবর সাইফুল ইসলাম (খালেদ) তার ভাবি শাহনাজ আক্তার পিংকি (৩৫)কে ছুরিকাঘাতে হত্যা করেছে। এই ঘটনায় শ্বশুর রেজাউল হকও গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত পিংকি কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
পিংকির বড় বোন ফারজানা আক্তার সুমি জানান, খালেদ তার ভাবির মোবাইলের ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্ল্যাকমেইল করে সাত লাখ টাকা আদায় করেছিল। এরপর সে পরকীয়ায় জড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু পিংকি তা প্রত্যাখ্যান করলে খালেদ ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে।
পিংকির দুলাভাই বাবর হোসেন জানান, পিংকি ও তার শ্বশুর রেজাউল হক বাবার বাড়ি যাচ্ছিলেন, তখন খালেদ তাদের গতিরোধ করে এবং পিংকিকে ছুরিকাঘাত করে। শ্বশুরকে বাঁচাতে গিয়ে তিনি আহত হন।
চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালের চিকিৎসক জানান, পিংকিকে মৃত অবস্থায় আনা হয়।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, খালেদের পরিবারের সঙ্গে পিংকির পরিবারের পুরোনো দ্বন্দ্ব ছিল এবং দেবর-ভাবির মধ্যে সম্পর্কের জটিলতাও ছিল। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।