প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪
সারাদিন ডেস্ক
সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল-শারা বলেছেন, দীর্ঘ যুদ্ধের পরও সিরিয়া প্রতিবেশী বা পশ্চিমা দেশগুলোর জন্য হুমকি নয়। সিরিয়ার রাজধানী দামেস্কে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান।
আল-শারা বলেন, “নিষেধাজ্ঞাগুলো পুরোনো শাসনের বিরুদ্ধে আরোপিত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এগুলো অব্যাহত রাখা অন্যায়। অত্যাচারিত ও অত্যাচারীকে একইভাবে বিচার করা উচিত নয়।”
মাত্র দুই সপ্তাহ আগে বাশার আল-আসাদের শাসনের অবসান ঘটিয়ে নতুন নেতৃত্বে আসা আহমেদ আল-শারা হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতা। তিনি আগে আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত ছিলেন।
আল-শারা দাবি করেন, এইচটিএস সন্ত্রাসী সংগঠন নয়। “আমরা কখনোই বেসামরিক মানুষ বা এলাকায় হামলা করিনি,” বলেন তিনি। তিনি এই গোষ্ঠীকে আসাদ শাসনের অপরাধের শিকার হিসেবেই দেখেন। যদিও জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশ এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আসছে।
সিরিয়াকে আফগানিস্তানের মতো বানানোর অভিযোগ অস্বীকার করে আল-শারা বলেন, “সিরিয়ার সমাজব্যবস্থা এবং মানসিকতা আফগানিস্তানের তুলনায় অনেক আলাদা। আমরা নারী শিক্ষায় বিশ্বাসী। ইদলিবে আমাদের বিশ্ববিদ্যালয়ে মেয়েদের অংশগ্রহণ ৬০ শতাংশের বেশি।”
মদ্যপানের মতো বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এসব বিষয়ে আমার কথা বলার অধিকার নেই। একটি কমিটি আইন প্রণয়ন এবং সংবিধান রচনার দায়িত্বে থাকবে। শাসক বা প্রেসিডেন্ট তাদের প্রণীত আইন মেনে চলবেন।”
আল-শারা সাক্ষাৎকারজুড়ে স্বাভাবিক ও শান্ত ছিলেন। তবে সিরিয়ার অনেক মানুষ এখনও সন্দিহান যে, নতুন নেতৃত্ব তাদের অতীতের চরমপন্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে পেরেছে। সময়ই বলে দেবে সিরিয়ার নতুন শাসকরা কেমন দেশ গড়ে তুলবেন এবং তাদের শাসন কেমন হবে।