Print

সারাদিন

ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা শীঘ্রই তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হওয়ায় শীঘ্রই টঙ্গীর ইজতেমা ময়দানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

তিনি জানিয়েছেন, নির্বাচনসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। ইজতেমা ময়দানে সংঘাতের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং যারা এ ঘটনার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত জুবায়েরপন্থীদের নির্ধারিত সময়েই এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে সংঘাতের ঘটনায় যাদের সংশ্লিষ্টতা রয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, ইজতেমা ময়দানে সাদপন্থী ও জুবায়েরপন্থী উভয় গ্রুপের সঙ্গে আলাদাভাবে আলোচনা করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

এছাড়া, গাজীপুরের টঙ্গীতে গত মঙ্গলবার সংঘর্ষে তিনজন নিহত এবং শতাধিক মুসল্লি আহত হন। পরবর্তীতে টঙ্গী ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে পুলিশ।

Nagad
Nagad