Print

সারাদিন

কিয়েভে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪

সারাদিন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে এই হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো জানিয়েছেন, হামলায় আটটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে হাইপারসনিক কিনজাল ও ব্যালিস্টিক ইসকান্দার ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেন পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। রাশিয়ার বিবৃতিতে আরও বলা হয়েছে, “দীর্ঘ পাল্লার উন্নত অস্ত্র ব্যবহার করে এই সমন্বিত হামলা পরিচালিত হয়েছে।”

এদিকে, সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়ার ভূমিকা নিয়েও মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সিরিয়ায় রাশিয়ার লক্ষ্য অর্জিত হয়েছে বলে দাবি করেন এবং আসাদ সরকারের পতনকে রাশিয়ার জন্য পরাজয় হিসেবে দেখার ধারণা প্রত্যাখ্যান করেন।

প্রসঙ্গত, দীর্ঘ নয় বছর আগে বিদ্রোহী যোদ্ধাদের দমন করতে সিরিয়ায় সামরিক সহায়তা দিয়েছিল রাশিয়া। তবে চলতি মাসের শুরুতে বিদ্রোহীদের হাতে আসাদ সরকার উৎখাত হয় এবং তিনি রাশিয়ায় পালিয়ে যান। সূত্র: আল-জাজিরা

Nagad
Nagad