প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪
সারাদিন ডেস্ক
জার্মানির ম্যাগডেবার্গ শহরের জনাকীর্ণ ক্রিসমাস মার্কেটে একটি গাড়ি ঢুকে পড়ায় অন্তত ২ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) স্যাক্সনি-আনহাল্ট প্রদেশের রাজধানীতে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার রাতে এ ঘটনাকে কর্তৃপক্ষ উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে বর্ণনা করেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ বছর বয়সী সৌদি আরবের এক প্রবাসী ডাক্তারের হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। স্যাক্সনি-আনহাল্টের স্বরাষ্ট্রমন্ত্রী তামারা জিসচাং জানিয়েছেন, সন্দেহভাজন ২০০৬ সালে জার্মানিতে আসেন এবং দেশটির নিরাপত্তা পরিষেবার কাছে তার বিষয়ে কোনো রেকর্ড নেই।
নিহতদের মধ্যে একজন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তা রেইনার হ্যাসেলফ। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস তার টুইট বার্তায় এই হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেন এবং ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি ঘটনাস্থল পরিদর্শনেরও পরিকল্পনা করেছেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, চালক ইচ্ছাকৃতভাবে গাড়িটি জনাকীর্ণ মার্কেটে ঢুকিয়ে দেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, গাড়িটি প্রায় ৪০০ মিটার এলাকা জুড়ে মানুষের ওপর দিয়ে ছুটে যায়। এতে অনেকে চাকার নিচে পিষ্ট হন এবং বহু মানুষ গুরুতর আহত হন।
ভিডিওতে রাস্তাজুড়ে আহতদের ছটফট করতে দেখা যায়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর চেষ্টা করেন।
বড়দিন উপলক্ষে জার্মানির ক্রিসমাস মার্কেটগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। ম্যাগডেবার্গ শহরে এমন একটি মার্কেটে ভিড়ের মধ্যে এ হামলা চালানো হয়।
এই ঘটনার উদ্দেশ্য বা চালকের মানসিক অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ও সংশ্লিষ্টরা হামলার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।