প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪
সারাদিন ডেস্ক
পুঁজিবাজারে চলমান অস্থিরতার জন্য প্লেয়ার ও রেগুলেটরদের দায়ী করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বিনিয়োগকারীদের জেড ক্যাটাগরির শেয়ার কেনার প্রবণতাকেও সমালোচনা করেন।
শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের ষষ্ঠ সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, “জেড ক্যাটাগরির শেয়ার, যেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই, সেগুলো মহা আনন্দে কেনা হচ্ছে। কিন্তু এগুলো একসময় কাগজের মতো মূল্যহীন হয়ে যাবে। এ অবস্থার জন্য আমি বিনিয়োগকারীদের পুরোপুরি দায়ী করি না, তবে পুঁজিবাজারের প্লেয়ার ও রেগুলেটরদের অনেক দোষ আছে।”
তিনি আরও বলেন, “পুঁজিবাজারের মতো আমাদের ব্যাংকিং খাতেও সমস্যা রয়েছে। আমরা অতীতের বিভ্রান্তিমূলক তথ্য পরিবর্তন ও সংস্কারের চেষ্টা করছি। তথ্য লুকানোর দিন শেষ করতে হবে, কারণ সঠিক তথ্য ছাড়া কোনো উন্নতি সম্ভব নয়।”
অনুষ্ঠানে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, “আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে আমরা উন্নয়ন সহযোগিদের সহযোগিতা চাইছি। ইতোমধ্যে বিভিন্ন বোর্ডে পরিবর্তন আনা হয়েছে। আমরা সেক্টরগুলোকে সুসংহত করতে কাজ করছি।”
অনুষ্ঠানে ব্যাংকিং অ্যালমানাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সিকদার।