Print

সারাদিন

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন রোগী ১৬৫ জন

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪

সারাদিন ডেস্ক

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৫ জন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৬৩ জন এবং শনাক্ত রোগী ১ লাখ ১৯ হাজার ১৯৪ জনে দাঁড়িয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে বরিশাল ও ঢাকা বিভাগের একজন করে রয়েছেন।

নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৩৫, চট্টগ্রামে ২১, ঢাকা বিভাগের বাইরে ৩২, ঢাকা উত্তর সিটিতে ২৩, ঢাকা দক্ষিণ সিটিতে ২১, খুলনায় ২২, রাজশাহীতে ৩, ময়মনসিংহে ৭ এবং রংপুরে ১ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ১৯ হাজার ১৯৪ জনের মধ্যে ৬৩.১% পুরুষ এবং ৩৬.৯% নারী। একই সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া ৫৬৩ জনের মধ্যে ৫১.৯% নারী এবং ৪৮.১% পুরুষ।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে, এবং ২০২৩ সালের জুন থেকে এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, এবং ২০২০ সালে করোনা মহামারির কারণে ডেঙ্গুর সংক্রমণ কম থাকলেও ২০২১ ও ২০২২ সালে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়।

Nagad
Nagad