Print

সারাদিন

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আজ দুপুর ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

উখিয়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে।