Print

সারাদিন

সাইবার সুরক্ষা নিশ্চিত করতে নতুন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: প্রেস সচিব

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সাইবার স্পেসকে সবার জন্য নিরাপদ করতে সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, কাউন্সিলর অ্যাডভাইজরদের মিটিংয়ে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে আলোচনা হয়েছে। ১১৯ জনকে সচিব এবং ৪১ জনকে গ্রেড-১সহ বিভিন্ন পদে পদোন্নতির সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে এককালীন ৪২ কোটি টাকা এবং পেনশনকালীন প্রতি বছর ৪ কোটি টাকা খরচ হতে পারে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এ বিষয়ে আরও তথ্য উদঘাটন করতে সরকারের অগ্রাধিকার রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, দেশে প্রতিমাসে ২৫০ থেকে ৩০০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে ২৮৩টি হত্যা মামলা হয়েছে। তবে পরিসংখ্যান বিশ্লেষণে সাবধানতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, খুব শিগগিরই দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের নতুন বাজার উন্মুক্ত হবে বলে আশা করছে সরকার। এ ছাড়া দেশটির কম সুদে দেওয়া লোনের বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে।

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকের বিষয়ে তিনি জানান, বৈঠকে বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদন কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। এ আলোচনার পরিপ্রেক্ষিতে অনেক বিনিয়োগকারী বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছেন।

Nagad
Nagad