প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় এই হামলা হয়। হামলায় ৫ জনকে আটক করা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশের জিজ্ঞাসাবাদে রয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে টিপু আলম মিলন বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে যাওয়ার পথে ওয়্যারলেস গেট এলাকায় দুর্বৃত্তরা তার গাড়ির গতিরোধের চেষ্টা করে। গাড়ি থেকে নামার পর মিলনের ওপর হামলা চালানো হয়। ২৫-৩০ জন সন্ত্রাসী তাকে অপহরণের চেষ্টা করলেও আশপাশের লোকজন ও টেলিভিশনের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে ৫ জন সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। হামলায় আহত টিপু আলম মিলনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় বনানী থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। বনানী থানার ডিউটি অফিসার ওসি রাসেল সারোয়ার জানান, মামলার পর অভিযুক্ত ৫ জনকে আটক করা হয়েছে এবং বাকি সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।