প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য সাবেক কমিশনার (তদন্ত) মো. জহরুল হকের পাসপোর্ট বাতিল করে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
মো. জহরুল হক ২০২১ সালের ৩ মার্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান এবং ১০ মার্চ দুর্নীতি দমন কমিশনে কমিশনার হিসেবে যোগ দেন। তার দায়িত্বের মেয়াদ ছিল ২০২৫ সালের ৯ মার্চ পর্যন্ত।
তবে গত ২৯ অক্টোবর, জহরুল হকসহ পুরো কমিশন একযোগে পদত্যাগ করেন। এর আগে ২০১৪ সালের ৪ ডিসেম্বর ঢাকা মহানগর জেলা ও দায়রা জজ হিসেবে তিনি অবসর গ্রহণ করেন।
দুদক কমিশনার থাকাকালে তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ উঠে। এই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।