প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান মামলাটি দায়ের করেন।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ দায়িত্বশীল পদে থেকে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৬ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৬৫৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তার নামে থাকা ৯৮টি ব্যাংক হিসাবে জমা হয়েছে প্রায় ৩১৮১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার ৩১৩ টাকা, যার অধিকাংশই অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন হিসেবে চিহ্নিত হয়েছে।
দুদক জানায়, নসরুল হামিদ দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থ গোপন করতে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
গত ২২ আগস্ট দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। সেদিন যৌথ বাহিনীর সহযোগিতায় তার প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালানো হয়। এ সময় ভবনের ভল্ট থেকে নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা, অস্ত্র-গুলি এবং অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে নসরুল হামিদ আত্মগোপনে রয়েছেন।