Print

সারাদিন

সচিবালয়ে ফায়ার ফাইটার নিহতের ঘটনায় ট্রাকচালক ও হেলপার কারাগারে

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪

সারাদিন ডেস্ক

সচিবালয়ে অগ্নিকাণ্ডের সময় দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়নের মৃত্যুর ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর আমিরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন বৃহস্পতিবার রাতে সচিবালয়ে লাগা আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিলেন। রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে রাস্তা পার হওয়ার সময় গুলিস্তান জিরো পয়েন্ট থেকে কারওয়ান বাজারগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরপরই সেখানে উপস্থিত ছাত্র ও জনতা ঘাতক ট্রাকসহ চালক বেলাল হোসেন ওরফে সুমন ও হেলপার মো. ফরহাদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের এপি মো. রুহল আমিন মোল্লা এই ঘটনায় বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ট্রাকটি বেপরোয়া গতিতে চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

নয়নের মর্মান্তিক মৃত্যুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Nagad
Nagad