Print

সারাদিন

সংস্কার ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪

সারাদিন ডেস্ক

সংস্কার প্রশ্নে পিছপা হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত ‘ঐক্য কোন পথে’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমাদের প্রচলিত রাজনৈতিক ধারা ভাঙতে গেলে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। এটা কোনো সহজ যাত্রা নয়। তবে ধৈর্য ধরে সামনে এগোতে হবে।”

পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে তিনি বলেন, “পরিবর্তন শুধু সরকারের দায়িত্ব নয়, সবার অংশগ্রহণ জরুরি। নেতৃত্বে পরিবর্তন এলেই সব সমস্যার সমাধান হবে না, যতক্ষণ না মানসিকতার পরিবর্তন ঘটে। সংস্কার শুধু কাগজে-কলমে নয়, এটি চর্চার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, যাতে জনগণ প্রকৃত সুফল পায়।”

তিনি আরও বলেন, “যেকোনো সংস্কারের জন্য জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে প্রতিপক্ষ ভাবা যাবে না। তারুণ্যের উদ্যম এবং অভিজ্ঞতার সমন্বয়েই দীর্ঘমেয়াদি পরিবর্তন আনা সম্ভব।”

পরিবেশ উপদেষ্টা শেখ হাসিনার দীর্ঘ শাসন নিয়ে বলেন, “তার স্বৈরাচারী শাসনের অবসান হঠাৎ করে হয়নি। বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার জবাবদিহি ও গণতন্ত্র নিশ্চিত করতে ম্যান্ডেট নিয়ে কাজ করছে।”

তিনি আরও যোগ করেন, “কেবল আইন করলেই পরিবর্তন আসবে না। পরিবর্তন একটি প্রক্রিয়া এবং এটি কার্যকর রাখতে নিয়মিত চর্চা করতে হবে।”

Nagad
Nagad