প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪
ঢাবি সংবাদদাতা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করায় দুঃখ প্রকাশ করেছে। প্রশাসন জানিয়েছে, এটি প্রক্টরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল ছিল এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ডিসেম্বর দিনগত গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলের পিলারে থাকা শেখ মুজিব ও শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়, যা শিক্ষার্থীদের প্রতিবাদে প্রতিহত করা হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ভুল স্বীকার করে এবং শিক্ষার্থীদের পুনরায় গ্রাফিতি আঁকানোর ব্যবস্থা করেছে। প্রশাসন আরও জানিয়েছে, এই পিলারটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘৃণাস্তম্ভ হিসেবে স্বীকৃতি দেবে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধের স্মৃতি সংরক্ষণ করবে।