প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
সরকার স্থানীয় সরকার বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মো. নিজাম উদ্দিন বিসিএস (প্রশাসন) ১১ ব্যাচের কর্মকর্তা। তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানা গেছে।
এর আগে গত ৬ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। তারপর থেকে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন ২৯ ডিসেম্বর জারি করা হয়েছে।