প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫
সারাদিন ডেস্ক
ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, দাবি করে তারা সাম্প্রতিক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিয়েছে।
হুথি যোদ্ধারা মার্কিন বাহিনীর সম্ভাব্য বিমান হামলার প্রস্তুতির খবর পাওয়ার পর এই হামলাগুলি চালায়। তাদের হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্র, এবং মার্কিন নৌবাহিনীর রণতরী।
সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিট তেলআবিবের ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায়। এছাড়া, ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত আল-কুদসের একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলা হয়েছে।
হুথি বাহিনী তাদের হামলায় কামিকাজে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার মধ্যে মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানও ছিল।