Print

সারাদিন

কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, পঞ্চগড়ে তাপমাত্রা ১১ ডিগ্রি

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

সারাদিন ডেস্ক

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের তীব্রতা বৃদ্ধিতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন নিম্নআয়ের মানুষ। এদিকে বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। এমন অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব অনেক বেশি থাকায় দৃশ্যমানতা অনেক কম ছিল। ফলে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা ব্যাঘাত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে টঙ্গী, উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেতসহ আশপাশের এলাকায় এমন দৃশ্য দেখা যায়। অপর দিকে সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বুধবার ১১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাস জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে।

স্থানীয়রা জানান, শীতের কারণে দিনমজুর ও শ্রমিকদের কাজ বন্ধ হয়ে গেছে। পাথর সংগ্রহের কাজ বন্ধ থাকায় নদী কেন্দ্রিক মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন নিম্নআয়ের মানুষ।

এদিকে, হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। তারা সর্দি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে আরও শৈত্যপ্রবাহ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর আগে, আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে (দিনের বেলায়) শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে বলে জানানো হয়েছে। এই একই কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

Nagad
Nagad