Print

সারাদিন

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন শান্ত

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

সারাদিন ডেস্ক

ব্যাটিং ফর্মহীনতায় দীর্ঘদিন ধরেই সমালোচিত নাজমুল হোসেন শান্ত। সবশেষ ফিফটি করেছেন প্রায় এক বছর আগে। নতুন বছরের শুরুতে জানা গেল, টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

গত বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটে অধিনায়ক করা হয়েছিল শান্তকে। তবে অধিনায়কত্বের সঙ্গে তার ব্যক্তিগত পারফরম্যান্সে সেভাবে উন্নতি হয়নি। বিশেষ করে, টি-টোয়েন্টি ফরম্যাটে গত ১৯ ম্যাচে ফিফটি নেই তার। সমালোচনার মুখে গত অক্টোবরে অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত। কিন্তু বিসিবি তখন তাকে এই দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য রাজি করায়।

বিসিবি সভাপতি বলেন, “শান্ত আমাদের জানিয়ে দিয়েছে যে, সে আর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না। আমরাও তার সিদ্ধান্ত মেনে নিয়েছি। আপাতত টি-টোয়েন্টি খেলা না থাকায় এখনই নতুন অধিনায়ক নির্ধারণ করছি না। তবে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে শান্তই অধিনায়ক থাকবে, যদি কোনো চোট সমস্যা না থাকে।”

সম্প্রতি কুঁচকির চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি শান্ত। তার অনুপস্থিতিতে টেস্ট ও ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। আর টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেন লিটন দাস। লিটনের নেতৃত্বে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর সংবাদ সম্মেলনে লিটন জানান, বিসিবি চাইলে তিনি পূর্ণ মেয়াদে দায়িত্ব নিতে প্রস্তুত। ফলে লিটন দাসই যে পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হতে যাচ্ছেন, তা অনেকটাই নিশ্চিত।

Nagad
Nagad