প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫
সারাদিন ডেস্ক
রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত ছয়টি কমিশনের মেয়াদ বৃদ্ধি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন, নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশনকে ১৫ জানুয়ারি পর্যন্ত এবং বিচার বিভাগ সংস্কার কমিশনকে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ৩ ও ৬ অক্টোবর ছয়টি কমিশন গঠিত হয়। প্রথম ধাপে পাঁচ কমিশনের মেয়াদ ছিল ৯০ দিন, যা ২ জানুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে। একইসঙ্গে দ্বিতীয় ধাপে গঠিত পাঁচটি কমিশনের কাজ নির্ধারিত সময় অনুযায়ী এগিয়ে চলবে বলে জানা গেছে।