Print

সারাদিন

তারেক রহমানের চার মামলা বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চার মামলা বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আপিল আবেদনে বলা হয়েছে, হাইকোর্টের দেওয়া রায় সঠিক হয়নি।

আগামীকাল (৫ জানুয়ারি) এ বিষয়ে শুনানি হবে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।

২০০৭ সালে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এসব মামলা করা হয়েছিল। পরে মামলা বাতিলের আবেদন জানানো হলে গত বছরের ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ চারটি মামলা বাতিলের রায় দেন।

রায়ের পর তারেক রহমানের আইনজীবীরা জানান, তার বিরুদ্ধে থাকা প্রায় ৮০টি মামলা আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করা হবে।

রাষ্ট্রপক্ষ বলছে, হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে আপিলের মাধ্যমে মামলাগুলো বহাল রাখা প্রয়োজন।

Nagad
Nagad

এর আগে, গত ২৩ অক্টোবর তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ।