Print

সারাদিন

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক পেলেন লিওনেল মেসি

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

সারাদিন ডেস্ক

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি অর্জন করলেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক আনুষ্ঠানিক আয়োজনে তার হাতে এই সম্মাননা তুলে দেন।

এ বছর মেসিসহ হিলারি ক্লিনটনসহ মোট ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে এই পদক প্রদান করা হয়। সমাজ, সংস্কৃতি, ক্রীড়া, রাজনীতি এবং মানবকল্যাণে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক প্রদান করা হয়।

লিওনেল মেসি ফুটবল জগতে সাফল্যের এক জীবন্ত কিংবদন্তি। আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি, গোল্ডেন বুট, বিশ্বকাপের গোল্ডেন বলসহ অসংখ্য পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন। যুক্তরাষ্ট্রের এই সর্বোচ্চ সম্মাননা অর্জন তার শ্রেষ্ঠত্বের মুকুটে আরও একটি মূল্যবান পালক যোগ করল।

এই পুরস্কারের গুরুত্ব ফুটবলের সীমানা ছাড়িয়ে সমাজ ও সংস্কৃতিতেও তার বৈশ্বিক প্রভাবকে প্রতিফলিত করে। লিওনেল মেসির এই অর্জন তার অসামান্য প্রতিভা ও মানবিক অবদানের একটি নতুন স্বীকৃতি।