Print

সারাদিন

যে কোনো সময় ট্রুডোর পদত্যাগ, কানাডায় নতুন উত্তাপ

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

সারাদিন ডেস্ক

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে। রোববার (৫ জানুয়ারি) রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, লিবারেল পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সোমবারের (৬ জানুয়ারি) মধ্যেই সিদ্ধান্ত জানাতে পারেন ট্রুডো।

সূত্র বলছে, নয় বছর ক্ষমতায় থাকা ট্রুডো তার দলের ভেতর এবং বাইরে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন। সাম্প্রতিক জরিপে লিবারেল পার্টির জনপ্রিয়তা কমে কনজারভেটিভদের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে।

তবে ট্রুডো তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন নাকি নতুন লিবারেল নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন, সেটি এখনও স্পষ্ট নয়।

গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবারের জরুরি লিবারেল বৈঠকের আগেই ট্রুডো তার সিদ্ধান্ত জানাতে পারেন। এর মধ্যে বেশ কিছু লিবারেল আইনপ্রণেতা তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

২০১৩ সালে দলের গভীর সংকটের সময় নেতৃত্বে আসেন ট্রুডো। তবে সাম্প্রতিক হতাশাজনক ফলাফলের পর তার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে।

নতুন নেতৃত্বের মাধ্যমে কানাডার রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের সূচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Nagad
Nagad