Print

সারাদিন

স্ত্রীসহ সাইফুজ্জামান শিখরের নামে দুর্নীতির অভিযোগে দুদকের মামলা

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

মাগুরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে দায়িত্বশীল পদে থেকে আর্থিক লাভের উদ্দেশ্যে অবৈধ উপায়ে ১০ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩১৫ টাকার সম্পদ অর্জন ও সাতটি ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। এসব সম্পদ গোপন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, সাইফুজ্জামান শিখরের স্ত্রী সীমা রহমানের বিরুদ্ধে ১ কোটি ১৬ লাখ ১ হাজার ৩৩২ টাকার অবৈধ সম্পদ ভোগদখলের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে আরেকটি মামলা করা হয়েছে।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শিগগিরই শুরু হবে এবং প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Nagad
Nagad