Print

সারাদিন

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

সারাদিন ডেস্ক

জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। একই সঙ্গে গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকায় আরও ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আবুল কালাম আজাদ বলেন, “পাসপোর্ট অধিদপ্তর থেকে আমাদের কাছে ৭৫ জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে। আইন অনুযায়ী, একাধিক পাসপোর্ট রাখার কোনো সুযোগ নেই। বাতিল করা পাসপোর্টগুলো কূটনৈতিক পাসপোর্ট।”

ই-পাসপোর্ট প্রসঙ্গে তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি কমাতে ই-পাসপোর্টে মোবাইল এসএমএস সেবা চালু করা হবে। এ উদ্যোগের ফলে প্রবাসীদের সময় ও ঝামেলা কমবে বলে আশা করছে সরকার।

পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, “অফিসের আশপাশে কিছু দোকান কেন্দ্র করে দালালচক্র গড়ে ওঠে। এ সমস্যা সমাধানে এজেন্ট নিয়োগের মাধ্যমে পাসপোর্ট আবেদনের ব্যবস্থা চালু করা হবে।”

Nagad
Nagad

শিক্ষার্থীদের বই সরবরাহে দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করে আবুল কালাম আজাদ বলেন, “দেশেই সব বই ছাপানো হচ্ছে বলে কিছুটা দেরি হয়েছে। তবে চলতি মাসের মধ্যে বই ছাপার কাজ সম্পন্ন হবে।”

সরকারের এই উদ্যোগগুলো প্রশাসনিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে তিনি জানান।