প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫
সারাদিন ডেস্ক
ব্রাজিলিয়ান তারকা ফুটবলার হাল্ক ফের বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে এবার তার বিয়ে নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সাবেক স্ত্রীর ভাতিজি ক্যামিলা অ্যাঞ্জেলো সুজাকে বিয়ে করায় সমালোচনার মুখে পড়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
ক্যামিলা একজন চিকিৎসক এবং এটি হাল্কের দ্বিতীয় বিয়ে। তার সাবেক স্ত্রী ইরান অ্যাঞ্জেলোর সঙ্গে ১২ বছরের বৈবাহিক সম্পর্কের পর ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। ইরানের সঙ্গে হাল্কের তিনটি সন্তানও রয়েছে।
হাল্কের নতুন বিয়ে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্যামিলার ফুফু এবং হাল্কের সাবেক স্ত্রীর বোন রেইসা অ্যাঞ্জেলা। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “এই প্রতারণা মেনে নেওয়া খুব কঠিন। আমার মা বেঁচে থাকলে, তিনি এই অস্বাভাবিক কর্মকাণ্ড সহ্য করতে পারতেন না।’’
রেইসা আরও বলেন, “বোনজামাইয়ের সঙ্গে ভাতিজির বিয়ে দেখা অত্যন্ত অস্বাভাবিক এবং ভয়ঙ্কর।’’
বিয়ের পর বড় আকারের অভ্যর্থনা আয়োজন করেছেন হাল্ক ও ক্যামিলা দম্পতি। ব্রাজিলের জোয়াও পেসোয়া শহরের একটি বিলাসবহুল রিসোর্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। উভয় পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের জন্য এই অনুষ্ঠানে রয়েছে খাবার পরিবেশন, সাংস্কৃতিক পরিবেশনা ও আলোকসজ্জার ব্যবস্থা। পুরো আয়োজনে ৫০০ পেশাদার কর্মী কাজ করছেন।
হাল্কের নতুন জীবন শুরুর এই ঘটনা যেমন অনেকের কাছে আনন্দের, তেমনই পারিবারিক বিরোধ এবং সামাজিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে।