Print

সারাদিন

ঢাকা-১০ আসনের সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-১০ আসনের সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নং সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমই এর সাবেক সভাপতি হিসেবে পরিচিত।