Print

সারাদিন

বেনজীর আহমেদের স্ত্রী-কন্যার আয়কর নথি জব্দের নির্দেশ

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জা ও ছোট মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের আয়কর নথি জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

জীশান মির্জার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি মিথ্যা তথ্য দিয়ে ১৬ কোটি ১ লাখ ৭১ হাজার ৩৩৬ টাকার সম্পদ গোপন করেছেন। পাশাপাশি ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। বেনজীর আহমেদ গুরুত্বপূর্ণ সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে তাকে এসব অপরাধে সহায়তা করেছেন।

তাহসীন রাইসার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি ৫ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। বেনজীর আহমেদ তার ক্ষমতার অপব্যবহার করে এ কাজে তাকে সহযোগিতা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করা অপরিহার্য বলে তদন্ত কর্মকর্তারা আদালতে জানান। শুনানি শেষে আদালত এসব নথি জব্দের নির্দেশ দেন।

Nagad
Nagad