প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজনৈতিক নানা কারণে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। ইতোমধ্যে তিনি বোলিং বৈধতা ফিরে পেতে দুটি পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেননি।
বার্মিংহামের পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষাতেও সাকিবের অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। এরপর চেন্নাইয়ে আরও একটি পরীক্ষা দিয়েছেন সাকিব, যার ফলাফল এখনও জানা যায়নি।
জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাকিবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “প্রথম পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেননি, যা খুবই হতাশাজনক। আমাদের নিশ্চিত হতে হবে যে তিনি আরেকটি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কি না। এ ব্যাপারে বোর্ডের পক্ষ থেকে আমরা এখনও সম্পূর্ণ উত্তর পাইনি।”
সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। গাজী আশরাফ আরও বলেন, “যেহেতু একটি পরীক্ষা বাকি রয়েছে, সেটির ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আশা করছি এক-দুই দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে।”
জাতীয় দলে সাকিবের প্রত্যাবর্তনের জন্য নির্বাচক ও বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীরা।