Print

সারাদিন

৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা: জনপ্রশাসন সচিব

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

সরকারি কর্মচারীদের জন্য আগামী ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তবে কত শতাংশ মহার্ঘভাতা দেওয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন জনপ্রশাসন সচিব।

মোখলেস উর রহমান জানান, মহার্ঘভাতা পর্যালোচনা কমিটির দুটি সভা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং এবার পেনশনারদেরও মহার্ঘভাতা দেওয়া হবে। তিনি আরও বলেন, “যখন ইনক্রিমেন্ট হবে, তখন মহার্ঘভাতার পরিমাণ বেসিকের সঙ্গে যোগ হবে।”

তিনি বলেন, “৩০ জুনের মধ্যে মহার্ঘভাতা ঘোষণা দেওয়া হবে—এটি নিশ্চিত। তবে এর হার নির্ধারণ করতে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে আলোচনা করতে হবে।”

সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা পাঁচ শতাংশ প্রণোদনা মহার্ঘভাতা ঘোষণার পরও অব্যাহত থাকবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। জনপ্রশাসন সচিব বলেন, “এ বিষয়ে অনুমান করা ঠিক হবে না। আপনারা অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে যোগাযোগ করতে পারেন।”

Nagad
Nagad