প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
মুন্সিগঞ্জের শ্রীনগরে গ্রেপ্তার এজহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীনগর থানায় হট্টগোলের মাধ্যমে তাকে ছিনিয়ে নেন অর্ধশতাধিক নেতা-কর্মী। এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার।
তরিকুল শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মারামারির মামলায় শুক্রবার তরিকুলকে গ্রেপ্তার করে শ্রীনগর থানায় নিয়ে আসে পুলিশ। পরে রাতেই অর্ধশতাধিক বিএনপি ও যুবদল নেতা-কর্মী থানায় উপস্থিত হয়ে তরিকুলকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। পুলিশ তাদের অনুরোধ প্রত্যাখ্যান করলে, তারা হট্টগোল করে পুলিশের কাছ থেকে তরিকুলকে ছিনিয়ে নিয়ে যান।
এ বিষয়ে পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, “ছিনিয়ে নেওয়া আসামি তরিকুলসহ এই ঘটনায় যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।”