Print

সারাদিন

সড়ক দুর্ঘটনা ১২% বৃদ্ধি, বিআরটিএর ওপর কড়া নজরদারির ঘোষণা

প্রকাশিত: ৫:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রমে উল্লেখযোগ্য উন্নতি না হলে সংস্থাটি বিলুপ্ত করার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (১১ জানুয়ারি) বিআরটিএ কার্যালয় পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বিআরটিএ কর্মকর্তাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের আচরণ এবং পারফরম্যান্স গ্রহণযোগ্য পর্যায়ে নেই। গত ১৯ ডিসেম্বর একটি বৈঠকে সংস্থাটিকে উন্নতির জন্য এক মাস সময় দেওয়া হয়েছিল। তবে তাদের কার্যক্রমে কিছুটা অগ্রগতি হলেও তা পর্যাপ্ত নয়।

তিনি বলেন, “সরকারের অনেক দপ্তর বিলুপ্ত হয়ে গেছে। বিআরটিএ যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে এটিকেও বিলুপ্ত করার কথা ভাবা হবে। সংস্থাটিকে ধারাবাহিক পর্যবেক্ষণে রাখা হবে এবং প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।”

উপদেষ্টা আরও উল্লেখ করেন, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনার হার ১২ শতাংশ বেড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সড়ক দুর্ঘটনা কমাতে না পারার দায় স্বীকার করে তিনি জানান, দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিআরটিএর কার্যক্রমের মধ্যে লাইসেন্স প্রদান, ফিটনেস টেস্ট এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উন্নতি নিয়ে আশাবাদ প্রকাশ করে উপদেষ্টা বলেন, সংস্থাটি উন্নতির প্রতিশ্রুতি দিয়েছে। তবে তা বাস্তবায়িত না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএর কার্যক্রমে দীর্ঘমেয়াদি উন্নতি নিশ্চিতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Nagad
Nagad