Print

সারাদিন

খালেদা জিয়ার সব রিপোর্ট শুক্রবারের মধ্যে হাতে আসবে: ডা. জাহিদ

প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

সারাদিন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আগামী শুক্রবারের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, “ন্যাপ্রলজি, হেপাটোলজি, লিভার ট্রান্সপ্লান্টসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কিছু চিকিৎসায় পরিবর্তন আনা হচ্ছে। তবে লিভার ডিজিজ ও হার্টের সমস্যার রিপোর্ট এখনো সম্পূর্ণ হয়নি। সব রিপোর্ট হাতে পেতে শুক্রবার পর্যন্ত সময় লাগবে।”

তিনি আরও বলেন, “ডাক্তাররা দ্রুত প্রয়োজনীয় পরিবর্তন আনছেন এবং শুক্রবারের মধ্যে পরবর্তী চিকিৎসার একটি পরিকল্পনা চূড়ান্ত করবেন।”

এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদও উপস্থিত ছিলেন।

Nagad
Nagad