Print

সারাদিন

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র: প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক আজ

প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

সারাদিন ডেস্ক

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৪টা এবং সন্ধ্যা ৭টায় দুই ধাপে এ বৈঠক হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদ, নাগরিক কমিটি এবং অভ্যুত্থানে ভূমিকা রাখা বিভিন্ন রাজনৈতিক জোটের নেতারা অংশ নেবেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বামপন্থি অন্যান্য দলকেও আমন্ত্রণ জানানো হতে পারে। তবে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানিয়েছেন, এখন পর্যন্ত তারা কোনো আমন্ত্রণ পাননি। একই অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারাও।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা দ্রুত ঘোষণাপত্রের তারিখ ঘোষণা না করলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন।

তাদের এক বিবৃতিতে বলা হয়, “আলোচনা শেষে অবিলম্বে প্রোক্লেমেশন জারির তারিখ ঘোষণা করতে হবে। কোনো ধরনের কালক্ষেপণ করলে দেশের ছাত্র-জনতা তা বরদাশত করবে না।”

আজকের বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির একটি প্রতিনিধিদল অংশ নেবে। প্রধান উপদেষ্টার সঙ্গে এ বৈঠক শেষে তারা প্রোক্লেমেশনের বিষয়ে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে।

Nagad
Nagad

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানিয়েছে, বৈঠক শেষে ঘোষণা জারি করতে একটি প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হতে পারে। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের কার্যক্রম বাস্তবায়নের প্রথম পদক্ষেপ গ্রহণ করবে।