প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫
সারাদিন ডেস্ক
শিশুর ভুল চোখে অপারেশন করার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত চিকিৎসক ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি থানায় শিশুটির বাবা মাহমুদ হাসান মামলা দায়ের করার পর তাকে গ্রেপ্তার করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত চিকিৎসককে আদালতে পাঠানো হয়েছে। ডা. শাহেদারা বেগম ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালে শিশু চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
দেড় বছর বয়সী এক শিশুর চোখে সমস্যার কারণে তাকে বাংলাদেশ আই হসপিটালে নিয়ে আসেন তার বাবা-মা। এসময় শিশুটির বাম চোখে অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। তবে, চিকিৎসক ভুলবশত শিশুটির ডান চোখে অস্ত্রোপচার করেন। পরে ভুল বুঝতে পেরে বাম চোখে আবারও অস্ত্রোপচার করেন এবং এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন।
ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেন, এই চিকিৎসার ভুলের কারণে শিশুটির স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়েছে এবং এটি চিকিৎসকের অবহেলার একটি গুরুতর উদাহরণ।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। চিকিৎসার সময় পর্যাপ্ত সতর্কতা না নেওয়ার অভিযোগে হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসার এমন অবহেলার ঘটনা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।