প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫
সারাদিন ডেস্ক
ধারণা ছিল যে, গত ম্যাচে বড় জয়ে ঢাকা ক্যাপিটালস বিপিএল তৃতীয় পর্বে ভিন্ন চেহারা দেখাবে। তবে বরিশালের বিরুদ্ধে চট্টগ্রামে ৮ উইকেটে হেরে সেই ধারণা ভুল প্রমাণিত হলো।
১৩৯ রান লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমে মাত্র ১৬ ওভারে ঢাকাকে উড়িয়ে দিল ফরচুন বরিশাল। তাদের দলের শীর্ষ ব্যাটসম্যান তামিম ইকবাল সর্বোচ্চ ৬১ রান করেন, যা ৪৮ বলের মধ্যে ৬টি চার এবং এক ছক্কায় সাজানো ছিল। ডেভিড মালান ৪১ বলে ৪৯ রান করেন।
ঢাকা ক্যাপিটালস, প্রথমে ব্যাটিং করে ১৩৯ রান তুলে। তানজিদ তামিম দলের হয়ে ৬২ রান করে ছিলেন একমাত্র দৃঢ় অবস্থানে। তবে অন্যদের মধ্যে কোনো ব্যাটসম্যানই উল্লেখযোগ্য স্কোর গড়তে পারেননি।
বরিশালের বোলিংয়ে তানভীর ইসলাম ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন, ফাহিম আশরাফ ২ উইকেট দখল করেন। এই জয় বরিশালকে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে, তাদের পয়েন্ট এখন ৮।