Print

সারাদিন

সাইফ আলীর হামলাকারী শনাক্ত, চিকিৎসায় বিপদমুক্ত

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

সারাদিন ডেস্ক

মুম্বাই পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারীকে শনাক্ত করেছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সাইফ আলীর বাড়িতে ঢুকে তাকে ছয়বার ছুরিকাঘাত করে এক দুষ্কৃতকারী। হামলার সময় সাইফের গৃহকর্মীর সঙ্গে বাকবিতণ্ডা চলছিল ওই দুষ্কৃতকারীর। চিৎকার শুনে অভিনেতা ঘটনাস্থলে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।

সাইফের বড় ছেলে ইবরাহিম খান তাকে রাত সাড়ে তিনটার দিকে লীলাবতী হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি অস্ত্রোপচারের পর তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মুম্বাই পুলিশ জানিয়েছে, দুষ্কৃতকারী সাইফের গৃহকর্মীর পরিচিত। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গৃহকর্মীই তাকে বাড়িতে ঢুকতে দিয়েছিলেন। ঘটনায় গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন ওই ব্যক্তি দুষ্কৃতমূলক কাজ শেষে সিঁড়ি দিয়ে নামার সময় সরাসরি ক্যামেরার দিকে তাকায়। পুলিশ তার পরিচয় নিশ্চিত করলেও এখনও তাকে আটক করতে পারেনি।

চিকিৎসকরা জানিয়েছেন, সাইফ আলীর কসমেটিক সার্জারি সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে বিপদমুক্ত।

Nagad
Nagad