Print

সারাদিন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পরিবারের ৭৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

সারাদিন ডেস্ক

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, তাঁর পরিবার এবং তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে থাকা ৭৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ২৪ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৯৫৮ টাকা জমা রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।

অবরুদ্ধ হিসাবগুলোর মধ্যে রয়েছে: হাছান মাহমুদের নামে ৮টি, স্ত্রী নূরান ফাতেমার নামে ১৪টি, মেয়ে নাফিসা জুমাইনার নামে ৬টি, হাছান মাহমুদ ও তার স্ত্রীর যৌথ নামে ৩টি, প্রতিষ্ঠান বিসমিল্লাহ মেরিন সার্ভিসের ৩৪টি, অন্যান্য প্রতিষ্ঠানের ১২টি।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রীর পরিবার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৭৫৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৫৫৯ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেন তার প্রতিমন্ত্রী ও মন্ত্রী থাকা অবস্থায় সংঘটিত হয়। এতে মানিলন্ডারিংয়ের আশঙ্কা রয়েছে।

আদালতে দুদকের উপপরিচালক কমলেশ মণ্ডল জানান, বর্তমান ব্যাংক হিসাবগুলোতে থাকা অর্থ অপরাধলব্ধ আয় থেকে এসেছে বলে সন্দেহ করা হচ্ছে। এই অর্থ উত্তোলন, স্থানান্তর বা মালিকানা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। সময়মতো ব্যবস্থা না নিলে রাষ্ট্রীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আদালত শুনানি শেষে দুদকের আবেদনে অনুমোদন দিয়ে ৭৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন।

Nagad
Nagad