প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫
চট্টগ্রাম সংবাদদাতা:
কক্সবাজারের চকরিয়ায় বিয়ের ৮ মাসের মাথায় স্বামী শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীর উপর ছুরিকাঘাত করে হত্যা করেছে। এতে শাশুড়িও গুরুতর আহত হয়েছেন। পুলিশ স্বামীকে আটক করেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মজিদিয়া মাদ্রাসা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ স্বামীকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য বান্দরবানের লামা থেকে আটক করেছে।
নিহত উম্মে হাফসা তুহি (১৮) ওই এলাকার সাংবাদিক আবদুল হামিদের মেয়ে আর আহত পারভীন আক্তার (৩৮) আবদুল হামিদের স্ত্রী। শওকত হাসান মেহেদী (২৬) উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আজম উল্লাহ পাড়ার আবুল হাশেমের ছেলে। সে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুইয়া বলেন, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত পারভীন আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।