Print

সারাদিন

চ্যাম্পিয়ন্স ট্রফির আট দলের পূর্ণাঙ্গ স্কোয়াড প্রকাশ

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

সারাদিন ডেস্ক

বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্টটি আয়োজিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। দীর্ঘ আট বছর পর মাঠে গড়ানো এই আসরের জন্য অংশগ্রহণকারী আট দলই তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।

ভারতের আজ (শনিবার, ১৮ জানুয়ারি) স্কোয়াড ঘোষণার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ দল তালিকা সম্পন্ন হয়েছে। এক নজরে দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া আট দলের স্কোয়াড:

বাংলাদেশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

পাকিস্তান
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ, কামরান গোলাম, সালমান আলী আগা, ইমাম-উল-হক, ফখর জামান, হাসিবুল্লাহ ও আব্বাস আফ্রিদি।

ভারত
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জাইসওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদ্বীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি ও অর্শদ্বীপ সিং।

ইংল্যান্ড
জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কারস, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

Nagad
Nagad

অস্ট্রেলিয়া
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

নিউজিল্যান্ড
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।

দক্ষিণ আফ্রিকা
টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ওয়ায়ান মুলদার, লুঙ্গি এনগিডি, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, তাবরাইজ শামসি, ত্রিস্তান স্টাবস ও রাসি ফন ডার ডুসেন।

আফগানিস্তান
হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সাদিকউল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ গজনফর, নূর আহমদ, ফজল হক ফারুকী, নাভিদ জাদরান ও ফরিদ মালিক।