প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫
সারাদিন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাষ্ট্র সংস্কার, যা সরকার ধারাবাহিকভাবে বাস্তবায়ন করছে। তিনি দাবি করেন, জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, বিপ্লব বেহাত হয়নি।
শনিবার (১৮ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম জানান, জুলাই বিপ্লবের ফসল হিসেবে সরকার ইতোমধ্যে ছয়টি কমিশন গঠন করেছে। এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের পর থেকে আমরা রাষ্ট্র সংস্কারের পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। তবে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যারা দ্রুত ফলাফল আশা করছেন, তাদের ধৈর্য ধরার অনুরোধ করছি।”
অর্থনীতির পুনরুদ্ধার নিয়ে কথা বলতে গিয়ে শফিকুল আলম বলেন, “অগাস্টের পর অর্থনৈতিক কার্যক্রমে গতি এসেছে। এই ইন্টারিম সরকার মাত্র পাঁচ মাসে যা অর্জন করেছে, তা অভূতপূর্ব। আমরা একটি ভঙ্গুর রাষ্ট্র থেকে উন্নয়নের পথে অগ্রসর হয়েছি।”
প্রেস সচিব বলেন, “জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে সক্রিয় রয়েছে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমসহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।