Print

সারাদিন

ছয় সংস্কার কমিশনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

সারাদিন ডেস্ক

বিভিন্ন ক্ষেত্রে গঠিত ছয়টি সংস্কার কমিশনের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, কমিশনগুলোর মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কার কমিশনের কাজ শেষ করার জন্য এই সময় বৃদ্ধি করা হয়েছে। বিশেষত, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন এবং পুলিশ সংস্কার কমিশনকে তাদের সুপারিশমালা চূড়ান্ত করার জন্য এই বাড়তি সময় দেওয়া হয়েছে।

এর আগে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল।

গত বছরের ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কার কমিশন এবং ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনগুলোর কাজ শেষ করতে প্রথমে ৯০ দিনের সময় নির্ধারণ করা হয়েছিল, যা পরবর্তীতে বাড়ানো হয়।

গত ১৫ জানুয়ারি সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন এবং পুলিশ সংস্কার কমিশন তাদের সুপারিশমালা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়।একই দিন প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, কমিশনপ্রধানরা এক মাসের সময় চেয়েছেন, যাতে তারা সুপারিশগুলো চূড়ান্ত করতে পারেন। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে।

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের দায়িত্বে রয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী। পুলিশ সংস্কার কমিশনে সাবেক সচিব সফর রাজ হোসেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে ড. বদিউল আলম মজুমদার (সম্পাদক, সুজন)। বিচার বিভাগ সংস্কার কমিশনে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শাহ আবুল নাঈম মমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশন, ড. ইফতেখারুজ্জামান (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ),সংবিধান সংস্কার কমিশনে রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক ড. আলী রীয়াজ।

Nagad
Nagad

নতুন সময় বৃদ্ধির ফলে কমিশনগুলোর কাজের অগ্রগতি ও সুপারিশ চূড়ান্ত করার জন্য বাড়তি সুযোগ তৈরি হয়েছে।