প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানান, “মেনিনজাইটিসের টিকা শুধুমাত্র হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বাধ্যতামূলক। প্রবাসী শ্রমিক বা ওয়ার্ক পারমিটধারীদের জন্য এই টিকা প্রয়োজন নেই। তবে ভিজিট ভিসায় যারা সৌদি আরব যাবেন তাদের এই টিকা বাধ্যতামূলক।”
এদিন সকালে টিকার বিষয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় রাজধানীর পান্থপথ এলাকায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টার অবরোধে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রবাসীরা সড়ক থেকে সরে যান।
এর আগে সোমবার (২০ জানুয়ারি) হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করা হয়। ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সৌদি ভ্রমণের ১০ দিন আগে টিকা নিয়ে সনদ সংগ্রহ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, এক বছরের নিচে শিশুরা টিকা থেকে অব্যাহতি পাবে এবং গত তিন বছরের মধ্যে যারা এই টিকা নিয়েছেন তাদের নতুন করে টিকা নেওয়ার প্রয়োজন নেই।