প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক জাগরণের সম্পাদক ও প্রকাশক আবেদ খানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। বুধবার (২২ জানুয়ারি) আদালতের চেয়ারম্যান রোকেয়া রহমান বাংলাদেশ শ্রম আইন (ফৌজদারি) মোকদ্দমা নম্বর ১৬৭/২০২৪ অনুযায়ী এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি মামলার সমন জারির জন্য দিন ধার্য ছিল। তবে আবেদ খান অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। দৈনিক জাগরণের তিন সংবাদকর্মী—মো. তাজুল ইসলাম, মো. খোকন মিয়া এবং মো. মোরসালিন—বকেয়া বেতনসহ পাওনাদি বুঝে পেতে আদালতে মামলা করেন।
মামলার বাদীরা অভিযোগ করেন, “ঘোষণা ছাড়াই চাকরিচ্যুত করা হলেও আমাদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। অনেকবার তাগাদা দেওয়ার পরও কোনো সাড়া না পাওয়ায় আমরা আদালতে আশ্রয় নেই। আমাদের বিশ্বাস, ন্যায়বিচার পাব।”
আবেদ খানের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা একই আদালতে বিচারাধীন রয়েছে। অতীতে সরকারি বাড়ি দখল, স্বজনদের সম্পত্তি আত্মসাত, এবং সাংবাদিকদের পাওনা পরিশোধ না করার অভিযোগে তার বিরুদ্ধে উচ্চ আদালতের রায় এবং রাজপথে আন্দোলন হয়েছিল।